হোম

সার্জারি ছাড়াই শিশুর হার্টের রোগের সমাধান

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩

পেডিয়াট্রিক কার্ডিওলজি
Patient Name: তানিশা আকতারCity: চট্টগ্রাম
ডা. তাহেরা নাজরিন
তানিশা আকতার ৪ বছর বয়সেই খুব অসুস্থ হয়ে পড়েন। তার ঠিক মত ওজন বাড়ছিলনা। পরে ডাক্তার দেখালে ইকো টেস্টের মাধ্যমে জানা যায় তার হার্টে ছিদ্র আছে। পরবর্তীতে ৮ বছর বয়সে তার অবস্থা গুরুতর হলে তাকে তার বাবা এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ ডা. তাহেরা নাজরিনের কাছে নিয়ে আসেন। ডাক্তার জানান সার্জারি না করে ডিভাইসের মাধ্যমেই চিকিৎসা সম্ভব। রোগীর অভিভাবকের আর্থিক সামর্থ্য না থাকায় তাদের ফ্রি ডিভাইসের ব্যবস্থাও করেন ডা. তাহেরা নাজরিন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন রোগীর বাবা।

আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩

Book Appointment

স্পেশিয়ালিটি নির্বাচন করুন
ডাক্তার নির্বাচন করুন