হার্ট অ্যাটাকের রোগীর সফল চিকিৎসা করলেন প্রফেসর ডা. শেখ মো: হাসান মামুন
Published: 11 September 2023
চট্টগ্রামের বাসিন্দা মো: ওবায়দুল হক হঠাৎ অসুস্থ হলে তার ছেলে তাকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ নিয়ে আসেন। এখানে প্রফেসর ডা. শেখ মো: হাসান মামুন প্রয়োজনীয় সকল পরীক্ষা করলে জানা যায় রোগী মেজর হার্ট অ্যাটাক করেছেন। পরবর্তীতে রেসকিউ পিসিআই ও রোগীর হার্টে রিং পড়ানো হয়। এ ব্যাপারে আরও জানাচ্ছেন রোগীর ছেলে।
For more details or to schedule an appointment. Please call 10663