শিশুর জটিল রোগের সুচিকিৎসা করলেন ডা. প্রনব কান্তি মল্লিক
Published: 11 September 2023
মো. সারওয়ার কামাল সাহেবের শিশু সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অনেক হাসপাতালে নিয়ে গেলেও কোথাও সুচিকিৎসা পাননি। পরবর্তীতে তিনি তার সন্তানকে নিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আসেন। সেখানে আসার পর প্রফেসর ডা. প্রনব কান্তি মল্লিক শিশুটির চিকিৎসা করেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন মো. সারওয়ার কামাল সাহেব।
For more details or to schedule an appointment. Please call 10663