পেটের সফল সার্জারি করলেন ডা. মো: সুরমান আলী
Published: 11 September 2023
একজন বয়স্ক রোগীর পেটে সমস্যা হলে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ এসে তিনি চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তার স্ত্রীরও পেটে সমস্যা ধরা পরলে তিনি স্ত্রীকেও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ নিয়ে আসেন। এখানে ডা. মো: সুরমান আলীর তত্ত্বাবধানে রোগীর সার্জারি হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন রোগীর হাজবেন্ড।
For more details or to schedule an appointment. Please call 10663