নোয়াখালীর একজন মহিলা দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। পরবর্তীতে তার আত্মীয়রা খোঁজ খবর নিয়ে রোগীকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ নিয়ে আসেন। সেখানে আসার পর ডা. মো: সুরমান আলী বিভিন্ন টেস্ট করে জানান, রোগীর পিত্তথলিতে পাথর হয়েছে। ডাক্তারের পরামর্শে তখন তারা সার্জারি করেন। বর্তমানে রোগী সুস্থ আছে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন রোগীর ভাই।
For more details or to schedule an appointment. Please call 10663