কিডনি সংক্রান্ত জটিলতার চিকিৎসা
Published: 11 September 2023
বেশ অনেক বছর ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন মিশু সাহেবের মা। তিনি অনেক জায়গায় তার মায়ের চিকিৎসা করান, কিন্তু তেমন ভালো ফলাফল পাননি। এরপর রোগীকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আনা হয়। এখানে নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোঃ ফয়জুর রহমানের তত্ত্বাবধানে রোগীর চিকিৎসা সম্পন্ন হচ্ছে। এখন মিশু সাহেবের মা আগের চেয়ে বেশ সুস্থ। এই ব্যাপারে কথা বলছেন রোগীর ছেলে।
For more details or to schedule an appointment. Please call 10663