বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে কথা বলার সমস্যা দূর হলো বয়স্ক রোগীর
Published: 11 September 2023
বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে কথা বলার সমস্যা দূর হলো বয়স্ক রোগীর একজন বয়স্ক রোগীর দীর্ঘদিন ধরে দুই গালে ব্যথা হওয়ার কারণে কথা বলতে অসুবিধা হচ্ছিলো। এ সমস্যা সমাধানের জন্য অনেক হসপিটালে তিনি গিয়েছেন। কিন্তু কোথাও সুচিকিৎসা পাননি। পরবর্তীতে তিনি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আসলে নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন তার চিকিৎসা করেন। বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে বর্তমানে রোগী সুস্থ আছেন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন রোগীর ছেলে।
For more details or to schedule an appointment. Please call 10663