চোখের নালীতে টিউমার এর সফল অপারেশন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩
দীর্ঘ ৮ মাস ধরে চোখে কম দেখতেন নাজমা। দিন দিন তার চোখের জ্যোতি কমতে থাকে। এক পর্যায়ে MRI-এ ধরা পড়ে তার চোখের নালীতে টিউমার আছে। এরপর নাজমা এভারকেয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, প্রফেসর ডা: মোঃ জিল্লুর রহমানের তত্ত্বাবধানে অপারেশন করান। সফল অপারেশন শেষে তিনি এখন সুস্থ আছেন। ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন নাজমা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮