হোম
প্রকাশনা

এভারকেয়ার হাসপাতাল ঢাকা উপস্থাপন করছে ভয়েস অফ পেশেন্টস

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১

বদহজম বা গ্যাস্ট্রিক বলে অনেকেই তেমন গুরুত্ব না দিলেও শফিকুল ইসলাম নামের এই ভদ্রলোক দীর্ঘদিনের ভুক্তভোগী। সম্প্রতি এভারকেয়ার হসপিটাল ঢাকা’তে ডা: মোহাম্মদ ফরিদ হোসেন-এর কাছে এসেছিলেন তিনি। এরপর, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্ট করিয়ে দেখা গেল ভদ্রলোকের বড় বৃহদন্ত্রে (কোলন এবং রেকটামে) বিভিন্ন সাইজের অগণিত পলিপ, সাথে ছিলো সিকাম এবং নিচের রেকটামে ক্যান্সার জীবাণু বহনকারী দুইটি বড় টিউমার। যা পলিপেরই ক্যান্সারের রুপান্তরিত অবস্থা, যেটা একটা বিরল রোগ এবং যা বংশ পরম্পরায় হতে থাকে। এমতাবস্থায় মুষড়ে পড়লেও, ডা: ফরিদ-এর পরামর্শের উপর আস্থা রেখে এভারকেয়ার হসপিটাল ঢাকা’তে ‘Laparoscopic Panproctocolectomy with Ileostomy’ অপারেশনের জন্য সম্মত হলেন রোগী। জটিল অপারেশন, নানা বিপদ থাকা সত্ত্বেও ডাক্তার এবং হসপিটাল টিমের অক্লান্ত পরিশ্রমে কোনো প্রকার সমস্যা ছাড়াই অপারেশনটি সম্পূর্ণ হয়। এতে একদিকে মানুষটির দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণার অবসান ঘটলো, অন্যদিকে দেশে প্রথম নথিভুক্ত Laparoscopic Panproctocolectomy অপারেশনটিও সুসম্পন্ন হলো। তবে, এই অস্ত্রোপচারের পরেও কেমোথেরাপি আকারে রোগীর আরো চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তাররা। দীর্ঘ দশটি বছর পর শারীরিক এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ায় এভারকেয়ার হসপিটাল ঢাকা, ডাক্তার ফরিদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আজীবনের কৃতজ্ঞতা জানিয়েছেন শফিকুল ইসলাম।

আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮

Book Appointment

স্পেশিয়ালিটি নির্বাচন করুন
ডাক্তার নির্বাচন করুন