শিশুর জন্মগত হার্টের ছিদ্র বন্ধ করলেন ডা: তাহেরা নাজরিন
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩
ছোট্ট মেয়ে আসমা, জন্মের পর থেকেই সে সবসময় দুর্বল থাকত, স্বাভাবিক হাঁটা চলা করতে পারত না। প্রায়ই জ্বর, সর্দি কাশি লেগেই থাকত। এমতাবস্থায় স্থানীয় এক ডাক্তারের পরামর্শে শিশুটিকে এভারকেয়ার হাসপাতাল ঢাকাতে আনা হয়। এখানে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, ডা: তাহেরা নাজরিনের অধীনে শিশুটির চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে মাতৃগর্ভে থাকাকালীন সৃষ্টি হওয়া একটি ছিদ্র ধরা পড়ে শিশুটির হার্টে। পরবর্তীতে ডা: তাহেরা নাজরিনের তত্ত্বাবধানে ডিভাইসের মাধ্যমে এই শিশুর হার্টের ছিদ্রটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিশুটির চাচা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৭৮