
প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লা
বিডিএস, এফসিপিএস, পিজিডি (জাপান), পিএইচডি (জাপান), এফডিএস আরসিপিএস গ্লাসগো (ইউকে)
কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি
দক্ষতা ও অভিজ্ঞতা
- প্রফেসর (ডাঃ) মতিউর রহমান মোল্লা দেশের একজন সুপ্রতিষ্ঠিত সিনিয়র ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)—এর ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির প্রাক্তন চেয়ারম্যান ও ডেনটিসট্রি বিভাগে ডীন হিসেবে কর্মরত ছিলেন ।
- দেশ—বিদেশের বহু স্বনামধন্য জার্নালে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
- মুখের ক্যান্সার, ডেন্টাল ইমপ্ল্যান্ট, দূর্ঘটনায় ভেঙ্গে যাওয়া মুখ ও চোয়ালের হাড় সংযোজন ও সঠিকীকরণ, চোয়ালের টিউমার, টিএমজে / চোয়ালের জয়ন্টের সমস্যা এবং জয়ন্টে রিকনস্ট্রাকশন সহ সকল প্রকার ডেন্টাল এবং ওরাল প্রসিডিউর—এ তার রয়েছে অসামান্য দক্ষতা।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি জাপানের বিশ্বখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপর স্নাতকোত্তর ডিপ্লোমা এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (ওএমএস) সম্পন্ন করেন । তিনি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস গ্লাসগো, ইউকে থেকে সম্মানজনক ফেলোশিপ এফডিএস আরসিপিএস গ্লাসগো অর্জন করেন।
- তিনি ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপর ঢাকার বিসিপিএস থেকে এফসিপিএস সম্পন্ন করেন । এরপর তিনি এই বিষয়ে অস্টে্রলিয়া ও কানাডার বিভিন্ন হসপিটাল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ।