
প্রফেসর ডা. মোঃ মাসুম কামাল খান
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি)
সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :নেফ্রোলজি
দক্ষতা ও অভিজ্ঞতা
- চিকিৎসক হিসেবে প্রফেসর ডা. মোঃ মাসুম কামাল খানের রয়েছে ৩২ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা।
- এভারকেয়ার হসপিটাল ঢাকায় যোগ দেয়ার আগে তিনি কিডনি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটাল, স্কয়ার হসপিটাল লিমিটেড এবং আসগর আলী হসপিটালে দীর্ঘ ১৬ বছর সুনামের সাথে চিকিৎসাসেবা প্রদান করেছেন।
- উল্লেখিত হসপিটালগুলোতে হেমোডায়ালাইসিস এবং কিডনি বায়পসি’র বহু সংখ্যক রোগী তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ২০ জনের মতো কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগীর চিকিৎসার সাথে তিনি যুক্ত ছিলেন।
- চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালে তিনি ১৪ বছর শিক্ষাকতাও করেছেন।
- কিডনি অথবা মূত্রনালির ইনফেকশন প্রতিরোধ ও ব্যবস্থাপনার বিষয়েও তার রয়েছে বিশেষ আগ্রহ।
- কিডনি’র রোগের বাইরেও তিনি উচ্চ রক্তচাপ—সহ অন্যান্য স্বাস্থ্যসমস্যার ব্যবস্থাপনায় দক্ষ।