
প্রফেসর ডা. মোঃ আতাহার আলী
এমবিবিএস, এফসিপিএস (ইন্টারনাল মেডিসিন), এমডি (কার্ডিওলজি)
সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি, হার্ট ফেইলিওর এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি
দক্ষতা ও অভিজ্ঞতা
- প্রফেসর ডা. মোঃ আতাহার আলী ১৯৮৪ সালে এমবিবিএস সম্পন্ন করেন। ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করে ১৯৯৮ সালে কার্ডিওলজিতে এমডি সম্পন্ন করেন। এছাড়াও তার কর্মজীবন এফএসিসি, এফআরসিপি (ইউকে), এফএইচআরএস এবং এফএপিএসসি ইত্যাদি ডিগ্রি দ্বারা সমাদৃত।
- হৃদরোগের চিকিৎসায় অত্যন্ত দক্ষ ডা. মোঃ আতাহার আলী ভারতের নয়া দিল্লীর এসকর্ট হার্ট ইন্সটিটিউট থেকে ইলেকট্রোফিজিওলজি এবং কার্ডিয়াক পেসিং এ ফেলোশিপ সম্পন্ন করেন। এছাড়াও তিনি এআইআইএমএস, কেরালা, ভারত থেকে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির ওপর ফেলোশিপ সম্পন্ন করেন। সিআরটি প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনায় তিনি অতিমাত্রায় দক্ষ এবং এ বিষয়ে তিনি সুইজারল্যান্ড থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।
- প্রফেসর ডা. মোঃ আতাহার আলী দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল সোসাইটি ও ক্লিনিক্যাল বডির একজন মেম্বার। হার্ট রিদম সোসাইটি (ইউএসএ), আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, এডিনবার্গ, ইউকে থেকে তিনি ফেলোশিপ প্রাপ্ত। তিনি বাংলাদেশ হার্ট রিদম সোসাইটির সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
- কর্মজীবনে তিনি দেশে ও দেশের বাইরে বেশ কিছু মেডিকেল ও ক্লিনিক্যাল ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং বিখ্যাত কিছু মেডিকেল জার্নালে তার ১০০ টির ও বেশী প্রকাশনা রয়েছে।
- প্রফেসর ডা. মোঃ আতাহার আলী ২০০৪ সাল থেকে অ্যারিদমিয়া এবং হার্ট ফেইলিউর সার্ভিসিস বিভাগে কাজ করছেন এবং অৎৎুঃযসরধ অনষধঃরড়হ, চধপবসধশবৎ, ঈজঞ, ওঈউ ওসঢ়ষধহঃধঃরড়হ – এ তিনি বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন একজন চিকিৎসক।
- এভারকেয়ার হসপিটাল ঢাকা—এ যোগ দেয়ার আগে তিনি প্রফেসর অফ কার্ডিওলজি হিসেবে কর্মরত ছিলেন। অ্যারিদমিয়া ও হার্ট ফেইলিউর ব্যবস্থাপনায় তার বিশেষ আগ্রহ ছিল।