হোম
প্রকাশনা
প্রফেসর (কর্নেল) ডা. মো. আমিনুল ইসলাম

প্রফেসর (কর্নেল) ডা. মো. আমিনুল ইসলাম

এমবিবিএস, এমএস (নিউরোসার্জারি), ফেলো এনএনআই সিঙ্গাপুর, ফেলো মাইক্রো—নিউরোসার্জারি এবং কেইএম হাসপাতাল, মুম্বাই, ভারত, এন্ডো-নিউরোসার্জারিতে ফেলোশিপ, জবলপুর, ভারত

সিনিয়র কনসালটেন্ট

ডিপার্টমেন্ট :নিউরোসার্জারি

দক্ষতা ও অভিজ্ঞতা

  • প্রফেসর (কর্নেল) ডা.মো. আমিনুল ইসলাম ১৯৮৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস সম্পন্ন করেন।
  • পরবতীর্তে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসার্জারি বিষয়ে এমএস ডিগ্রি সম্পন্ন করেন।
  • প্রফেসর (কর্নেল) ডা. মো. আমিনুল ইসলাম সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট থেকে সেরেব্রোভাসকুলার নিউরোসার্জারি বিষয়ে তার ফেলোশিপ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ভারতের মুম্বাইস্থ কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল ও সেথ জি এস মেডিকেল কলেজ থেকে মাইক্রো—নিউরোসার্জারি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ভারতের জাবালপুরের নেতাজি সুভাস চন্দ্র বোস মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে এন্ডো—নিউরোসার্জারি বিষয়েও ফেলোশিপ পেয়েছেন।
  • এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় যোগদানের পূর্বে ডা. আমিনুল ইসলাম ঢাকা সিএমএইচ—এর নিউরোসার্জারি সেন্টারের প্রধান হিসেবে এক দশকেরও বেশি সময় দায়িত্বপালন করেছেন। তিনি ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নিউরোসার্জারির অধ্যাপকও ছিলেন। এছাড়াও তিনি ইউনাইটেড হসপিটাল ঢাকার নিউরোসার্জারি বিভাগের খণ্ডকালীন কনসালটেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।
  • প্রফেসর (কর্নেল) ডা. মো. আমিনুল ইসলাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নিউরোসার্জারি বিএসএমএমইউ—এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস—এর সাবেক ভাইস—প্রেসিডেন্ট এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়াও, তিনি বাংলাদেশ নিউরো—স্পাইন সোসাইটির ভাইস—প্রেসিডেন্ট ছিলেন।  
  • দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে তার অসংখ্য প্রকাশনা রয়েছে।
  • বিশ্বজুড়ে অসংখ্য নিউরোলজিক্যাল সম্মেলনে প্রফেসর (কর্নেল) ডা. মো. আমিনুল ইসলাম গবেষণা পেপার উপস্থাপন ছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে সভাপতি ও অন্যান্য পর্যায়ে অংশগ্রহণ করেন।
  • বাংলাদেশে ‘ট্রমাটিক ব্রেইন ইনজুরি’ বিষয়ক টেক্সটবুক প্রকাশের ক্ষেত্রে তিনি একজন পথিকৃৎ।

রোগীদের গল্প