হোম
প্রকাশনা
ডা. নাসরিন জুলফিকার

ডা. নাসরিন জুলফিকার

এমবিবিএস, এফসিপিএস, ডিজিও

সিনিয়র কনসালটেন্ট

ডিপার্টমেন্ট :অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি

দক্ষতা ও অভিজ্ঞতা

  • ডা. নাসরিন জুলফিকার ১৯৯৩ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে স্নাতকপ্রাপ্ত।
  •  তিনি বিএসএমএমইউ থেকে ১৯৯৭ সালে ডিজিও (সাবেক আইপিজিএমঅ্যান্ডআর) সম্পন্ন করেন। তারপর ২০০৬ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে এফসিপিএস সম্পন্ন করেন।
  •  তিনি ১৯ বছরেরও বেশি সময় ধরে প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যার উপর কাজ করছেন।
  •  তার ক্যারিয়ারে তিনি আধুনিক স্ত্রীরোগবিদ্যা ও ধাত্রীবিদ্যা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন।
  •  তিনি বিএসএমএমইউ থেকে কলপোস্কপি ও ভারত থেকে ল্যাপরোস্কপিক সার্জারিতে প্রশিক্ষণ প্রাপ্ত।
  •   এভারকেয়ার হসপিটাল ঢাকায় যোগদানের পূর্বে তিনি দেশের বিভিন্ন সরকারী হসপিটালে সেবার দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন।