
ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ
এমবিবিএস, এমডি (রেডিওথেরাপি)
সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর
ডিপার্টমেন্ট :মেডিকেল অনকোলজি
দক্ষতা ও অভিজ্ঞতা
- ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল এর মেডিকেল অনকোলজি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।
- ডা. সাঈদ ২০০৫ সালের জানুয়ারিতে বিএসএমএমইউ থেকে রেডিওথেরাপি’র ওপর এমডি কোর্স সম্পন্ন করেন। তার আবাসিক অধ্যায়নকালে ডা. সাঈদ মেডিকেল এবং রেডিয়েশন অনকোলজি’র ওপর ব্যাপক প্রশিক্ষণ লাভ করেন।
- তিনি ২০০৬ সালে ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন (আইপিএম), কালিকাট, ভারত থেকে প্যালিয়েটিভ মেডিসিন—এর ওপর বেসিক সার্টিফিকেশন কোর্স করেন এবং ২০০৯ সালে সিঙ্গাপুরের জাতীয় ক্যানসার সেন্টার (এনসিসি) থেকে মেডিকেল অনকোলজি—তে অ্যাডভান্সড ক্লিনিক্যাল ট্রেনিং লাভ করেন।
- ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ ২০০৮ সালে জাতীয় ক্যানসার গনেষণা ইনস্টিটিউট ও হসপিটালে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে ইউনাইটেড হসপিটাল, ঢাকা’র মেডিকেল অনকোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে যোগদান করেন। ইউনাইটেড হসপিটালে তিনি দীর্ঘ ৭ বছরের বেশি সময় কাজ করেছেন। তিনি কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, প্যালিয়েটিভ মেডিসিন এবং থেরাপি—সংক্রান্ত পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যবস্থাপনা বিষয়ে একজন অত্যন্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক।