
ডা. ফাহমিদা জাবীন
এমবিবিএস, এমডি (পেডিয়্যাট্রিক্স)
সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :পেডিয়াট্রিক্স এন্ড নিওনাটোলজি
দক্ষতা ও অভিজ্ঞতা
- পেডিয়াট্রিক্স এন্ড নিওনেটলজি বিভাগে ডা. ফাহমিদা জাবীনের রয়েছে প্রায় সুদীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধীনে কিশোরগঞ্জের স্বনামধন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।
- উচ্চতর গবেষণার প্রতি আগ্রহের ফলস্বরূপ তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পে বিশেষ চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন।
- ডা. ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঢাকা শিশু হসপিটালের বিআইসিএইচ থেকে জেনারেল পেডিয়াট্রিক্স—এর ওপর স্নাতকোত্তর এমডি ডিগ্রী (ডক্টর অব মেডিসিন) অর্জন করেন।
- তিনি ইতিমধ্যে শিশুদের ডায়াবেটিস ও বিভিন্ন হরমোন রোগ বিষয়ে বারডেম-২ জেনারেল হসপিটাল থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তিনি দেশে এবং বিদেশে এ—সংক্রান্ত বিভিন্ন সোসাইটির সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
- এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় এবং পূর্বে অন্যান্য বিশেষায়িত হসপিটালে আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সি শিশুরোগ ব্যবস্থাপনায় ডা. ফাহমিদা’র রয়েছে প্রত্যক্ষ, দক্ষ অভিজ্ঞতা। ইমার্জেন্সি ও ক্রিটিকাল নবজাতকের ব্যবস্থাপনায়ও তিনি বিশেষভাবে পারদর্শী।
- কনসালট্যান্ট হবার আগে তিনি এভারকেয়ার হসপিটাল ঢাকা’রই পেডিয়াট্রিক্স এন্ড নিওনেটলজি বিভাগে গত ১০ বছর রেজিস্ট্রার থেকে ক্রমান্বয়ে সিনিয়র রেজিস্ট্রার, স্পেশালিস্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।